সাধারণ জ্ঞান শিখে রাখা ভালো।

1) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি
হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল
2) কার উপর আদালতের কোন এখতিয়ার
নেই?
উঃ- রাষ্ট্রপতি
3) জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ- স্পিকার
4) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে
উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে
5) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও
উপ-
মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি
6) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান
করেন কে?
উঃ- রাষ্ট্রপতি
7) বাংলাদেশের সর্বোচ্চ আদালত
কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট
8) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
9) সুপ্রীম কোর্টের বিচারপতিদের
মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু
10) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি
কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা,জাতীয়তাবাদ,
গনতন্ত্র ও সমাজতন্ত্র
11) কোন আদেশবলে সংবিধানের
মূলনীতি“ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং
৪ এর ২ তফসিল বলে
12) কোন আদেশবলে সংবিধানের শুরুতে
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং
৪ এর ২ তফসিল বলে
13) কোন আদেশবলে বাংলাদেশের
নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং
৪ এর ২ তফসিল বলে
14) সংবিধানের কোন অনুচ্ছেদে
“গনতন্ত্র ও
মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া
আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ
15) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও
শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ
16) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী
বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর
কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ
17) “সকল নাগরিক আইনের চোখে সমান
এবং আইনের সমান আশ্রয় লাভের
অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে
18) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে
19) গ্রেফতার ও আটক সম্পর্কিত
রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে

No comments

Powered by Blogger.