ফেসবুক আইডি না থাকলে যেই সুবিধা

এর অনেক গুলো সুবিধা তবে কিছু অসুবিধাও আছে। আমি গত দুই বছর যাবৎ আমি ফেসবুক ব্যবহার করি না। আগের যে একাউন্ট ছিল, সেটাও ডিলেট করে দিয়েছি।
 
সুবিধা:
১) আপনি এমন একটা ভার্চুয়াল জগৎ হতে বের হয়ে আসবেন যেখানে মানুষ একজন ভিন্ন রূপে নিজেকে সবসময় উপস্থিত করে। একজন মানুষের ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ কখনোই এক হয় না।
২) মানুষের আবেগটা কখনোই সস্তা হবে না। কারন আপনি ফেসবুকে অনেক মানুষের দু:খ কষ্টের স্ট্যাটাস দেখেন, বাস্তবে তাদের যতটা না কষ্ট তার চেয়ে তারা বেশি ফেসবুক স্ট্যাটাসেই ফুটিয়ে তুলে। তাই এটা বুঝা মুশকিল, কে কোন অবস্থায় থেকে স্ট্যাটাস দিচ্ছে। আপনি যখন ফেসবুক ইউস করবেন না তখন আপনার নিকটতম মানুষেরা আপনার কাছে এসেই তাদের কষ্টের কথা বলবে।
৩) আপনার সময় নষ্ট করার মত আর কিছুই থাকবে না যার কারনে আপনার সময়কে ভাল কিছুতে কাজে লাগাতে পারবেন।
৪) আপনি অনেক দিন ফেসবুক ইউস না করলে দেখবেন, আপনার শুধু কাছের মানুষ গুলোই আপনার সাথে যোগাযোগ রাখছে। সুতরাং ফেসবুক ইউস না করার মাধ্যমে আপনি জেনে যাবেন, কারা আপনার কাছের মানুষ।

No comments

Powered by Blogger.